শিলিগুড়ি,২৫ এপ্রিলঃ লকডাইনে বিপন্ন জনজীবন, মানুষ ধুঁকছে খাবারের অভাবে।এই অবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দিল আনন্দময়ী কালিবাড়ি সমিতি।
সমিতির সাধারণ সম্পাদক ভাস্কর বিশ্বাস জানান,চলতি মাসের ৭ তারিখ থেকে তারা এই উদ্যোগ গ্রহন করেছেন।শহরের বিভিন্ন প্রান্তে প্রতিদিন প্রায় দেড়-দুই হাজার মানুষের খাবার পাঠানো হয়।
বিভিন্ন ওয়ার্ড থেকে ওয়েলফেয়ার অর্গানাইজেশনগুলি প্রতিদিন এসে মন্দির চত্বর থেকে খাবার সংগ্রহ করে নিয়ে যায়, এরপর তা পৌছে দেওয়া হয় দুঃস্থ মানুষদের মধ্যে।যতদিন লকডাউন চলছে ততদিন তারা এই উদ্যোগ চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন বলে জানান তিনি।