শিলিগুড়ি, ২৫ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি সংলগ্ন শিবমন্দির বিএড কলেজের কাছে ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেফতার করলো ডিডি এবং মাটিগাড়া থানার পুলিশ।ধৃতের নাম বাবলু বর্মন(২৮)।নকশালবাড়ির রায়পাড়ার বাসিন্দা সে।
জানা গিয়েছে, এদিন স্কুটি নিয়ে ব্রাউন সুগার পাচার করতে বিএড কলেজের কাছে পৌঁছায় যুবক।এই খবর পায় পুলিশ।এরপর ডিডি এবং মাটিগাড়া থানার পুলিশ অভিযান চালিয়ে যুবককে আটক করে।তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে উদ্ধার হয় ১৮০ গ্রাম ব্রাউন সুগার।এরপরই এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে গ্রেফতার করা হয় যুবককে।
গ্রেফতার যুবককে আগামীকাল শিলিগুড়ি আদালতে তোলা হবে।