রাজগঞ্জ, ১১ ফেব্রুয়ারিঃ ফুলবাড়ির ভারত-বাংলাদেশ সীমান্তে ১০০ ফুট উচ্চতায় উড়ল ভারতের জাতীয় পতাকা।
পশ্চিমবঙ্গে এই প্রথম কোনও সীমান্তে এই সুউচ্চ জাতীয় পতাকা লাগানো হল।শুক্রবার বিএসএফের উদ্যোগে ফুলবাড়ি ভারত-বাংলাদেশ সীমান্তের এই জাতীয় পতাকা দিন-রাত উড়বে।এদিন একটি অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন বিএসএফের ডিরেক্টর জেনারেল(ডিজি)পঙ্কজ কুমার সিং।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এই জাতীয় পতাকা দিনরাত উড়বে।দুই দেশের মানুষ অনেক দূর থেকে পতাকা দেখতে পারবে।
বিএসএফের ডিরেক্টর জেনারেল পঙ্কজ কুমার সিং বলেন, ভারতের জাতীয় পতাকা আমাদের গর্ব।সেই উদ্দেশ্যে ফুলবাড়ি সীমান্তে সুউচ্চ তেরঙ্গা পতাকা উত্তোলন করা হল।পশ্চিমবঙ্গে এই প্রথম কোনও সীমান্তে এধরনের জাতীয় পতাকা উড়লো।ফুলবাড়ি সীমান্তে এই সুউচ্চ জাতীয় পতাকা লাগানো হলেও সেসব সীমান্তে দৃশ্যমানতা ভাল রয়েছে সেখানেও এধরনের জাতীয় পতাকা লাগানোর পরিকল্পনা রয়েছে।