বয়স ৯৪, ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জয় ভগবানী দেবীর

বয়স তো শুধুমাত্র একটি সংখ্যা।তা আরও একবার প্রমান করলেন ৯৪ এর ভগবানী দেবী।ফিনল্যান্ডের ট্যাম্পারেতে আয়োজিত বিশ্ব মাস্টার্স অ্যাথলিটক্স চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী হলেন তিনি।


কে এই ভগবানী দেবী? তিনি ভারতের হরিয়ানার বাসিন্দা।বিশ্ব মাস্টার্স অ্যাথলিটক্স চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টে অংশগ্রহণ করেন।২৪.৭৪ সেকেন্ডে স্প্রিন্ট শেষ করেন তিনি।এরপরই তার ঝুলিতে আসে স্বর্ণপদক।তবে শুধুমাত্র স্বর্ণপদকই নয় শটপুট প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করেন এবং সেখানেই পদক আসে তার ঝুলিতে।শটপুটে ব্রোঞ্জ পদক জয়ী হন তিনি।মোট তিনটে পদক জয়ী হয়েছেন তিনি।

তার এই সাফল্যের পর ভারতের ক্রীড়া মন্ত্রকের তরফে টুইট করে ভগবানী দেবীকে শুভেচ্ছা জানানো হয়েছে।যে বয়সে মানুষের চলাফেরা করতে অসুবিধে হয় সেই বয়সে এমনটা করে দেখালেন ভগবানী দেবী।এই খবরে সামনে আসতেই তাকে শুভেচ্ছা জানাচ্ছে গোটা দেশবাসী।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *