শিলিগুড়ি, ১ আগস্টঃ ইস্টবেঙ্গল দ্যা হার্ট অফ শিলিগুড়ির তরফে পালিত হল ইস্টবেঙ্গলের ১০২ তম প্রতিষ্ঠা দিবস।
এদিন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবস পালন করেন ফুটবলপ্রেমী তথা ইস্টবেঙ্গল এর সমর্থকরা।পতাকা উত্তোলন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।পাশাপাশি কেক কেটে দিনটি পালন করা হয়।এছাড়াও শিলিগুড়ির বিভিন্ন ফুটবল কোচিং ক্লাবের সদস্যদের হাতে জার্সি তুলে দেওয়া হয়।
এদিন ইস্টবেঙ্গল দ্যা হার্ট অফ শিলিগুড়ির সাধারণ সম্পাদক অনুপ বসু বলেন, ইস্টবেঙ্গল আবেগ, ইস্টবেঙ্গল লড়াই এর নাম।ইস্টবেঙ্গল যে দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে তাড়াতাড়ি তা কাটিয়ে উঠবে এবং ইস্টবেঙ্গল মাঠে নামবে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব, বঙ্গরত্ন সম্মানে ভূষিত টেবিল টেনিস কোচ ভারতী ঘোষ, মান্তু ঘোষ সহ ইস্টবেঙ্গল দ্য হার্ট অফ শিলিগুড়ির সদস্যরা।