শিলিগুড়িতে ব্যবসায়ীকে অপহরণ! ১২ ঘণ্টা পর উদ্ধার ব্যবসায়ী-তদন্তে পুলিশ  

শিলিগুড়ি, ২৫ জুনঃ শিলিগুড়ির এক ব্যব্যসায়ীকে অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শহরে।অপহরণের ১২ ঘণ্টা পর অপহৃত ব্যবসায়ী প্রভাকর সিংকে সুরক্ষিতভাবে উদ্ধার করলো পুলিশ।যদিও ফেরার অপহরণকারীরা।প্রভাকর সিং বাড়িতে ফিরে আসায় খুশি পরিবার।


পুলিশ সূত্রে খবর, শীঘ্রই অপহরণকারীদের গ্রেফতার করা হবে।বর্তমানে ব্যবসায়ীর বাড়িতে বিশেষ নজর রাখছে প্রধাননগর থানার পুলিশ।এর পাশাপাশি অপহরণের রহস্য সমাধানে ও অপহরণকারীদের ধরতে ব্যবসায়ীর আত্মীয়দেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।   

প্রসঙ্গত, প্রতিদিনের মত শনিবার সকালেও আড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন প্রভাকর সিং।বাড়ি থেকে প্রায় কিছুটা দূরত্বে চম্পাসারি মেইন রোডে একদল দুষ্কৃতি তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে গাড়িতে তুলে নিয়ে যায়। ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।প্রশাসনের ভূমিকা নিয়ে ওঠে একাধিক প্রশ্ন।


এদিকে তদন্তে নেমে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিডি এবং এসওজি টিম ইন্দো-নেপাল সীমান্ত এলাকায় অভিযান চালায়।তবে সাফল্য মেলেনি।এরপর গভীর রাতে প্রভাকর সিংকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

কি কারণে এই অপহরণ? প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মুক্তিপণ আদায়ের জন্যই অপহরণ করা হয়েছে।অপহরণের পর পরিবারের সদস্যদের ফোন করে এক কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল।অপহরণকারীদের কথা অনুযায়ী টাকা নিয়ে পৌঁছে গিয়েছিল পরিবারের সদস্যরা।এদিকে অপরাধীদের ধরতে পুলিশও প্রস্তুত ছিল।তবে পুলিশ আসার খবর পেয়েই প্রভাকর সিংকে ছেড়ে পালিয়ে যায় অপহরণকারীরা।অক্ষত অবস্থায় উদ্ধার হয় ব্যবসায়ী।

এই বিষয়ে এডিসিপি শুভেন্দ্র কুমার ফোনে জানান, সুরক্ষিতভাবে ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে।অপহরণকারীদের খোঁজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *