শিলিগুড়িতে ভোট পরবর্তী হিংসা! ১২ ঘণ্টা বনধ বিজেপির

শিলিগুড়ি, ২৯ এপ্রিলঃ লোকসভা ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও ভোট পরবর্তী হিংসাকে কেন্দ্র করে শিলিগুড়িতে উত্তেজনা ছড়াল।রবিবার তৃণমূল ও বিজেপির সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মাটিগাড়া ২ নম্বর অঞ্চল এলাকা।ঘটনায় বিজেপির কয়েকজন কর্মী আহত হয়েছে।এই ঘটনায় পরই ১২ ঘণ্টা বনধের ডাক দেয় বিজেপি।বনধ সফল করতে সোমবার সকাল থেকেই রাস্তায় নামেন বিজেপির কার্যকর্তারা।


সকাল থেকেই বিক্ষোভে সামিল হন তারা।টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ।মাটিগাড়ার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বনধ সফল করতে আহ্বান জানান বিজেপি কর্মীরা।

জানা গিয়েছে, রবিবার মাটিগাড়া দুই নম্বর অঞ্চলের অন্তর্গত এলাকায় জয় শ্রী রাম স্লোগান নিয়ে তৃণমূল ও বিজেপির বচসা শুরু হয়।বচসা পরবর্তীতে হাতাহাতিতে গড়ায়।বিজেপির অভিযোগ, তৃণমূলের লোকেরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।এরফলে কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন।চিকিৎসাধীন রয়েছেন আহত কর্মীরা।


ঘটনার পর রবিবার রাতেই বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মন্ডলের নেতৃত্বে বিজেপি নেতাকর্মীরা মাটিগাড়া থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন।অরুণ মন্ডলের অভিযোগ, ঘটনার সময় পুলিশকে ফোন করা হয়েছিল কিন্তু পুলিশ কিছুই করেনি।বিজেপি কর্মীদের ওপর হামলার ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবী জানান তিনি।পরবর্তীতে মাটিগাড়াত ১২ ঘণ্টা বনধের ডাক দেওয়া হয়।  

অন্যদিকে মাটিগাড়া ২ নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি ভজনকান্তো বর্মন বলেন, বিজেপির তোলা সমস্ত অভিযোগ মিথ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywingrandpashabet girişcasibom girişcasibom girişdeneme bonusuDeneme Bonusu Veren Sitelerdeneme bonusu