স্বাধীনতা দিবস উদযাপনে বিশেষ প্রস্তুতি নিয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ, কড়া নিরাপত্তায় শহর

শিলিগুড়ি, ১৪ আগস্টঃ স্বাধীনতার ৭৫তম বর্ষ পূর্তি পালন করছে গোটা দেশ।তাই এবছরের স্বাধীনতা দিবস উদযাপনের বিশেষ প্রস্তুতি নিয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।কারন বিশেষভাবেই উদযাপিত হবে এবারের স্বাধীনতা দিবস।সুরক্ষা ব্যবস্থার ওপরও কড়া নজরদারি রয়েছে পুলিশের।রাতে চলছে নাকা চেকিং, সীমান্তবর্তী এলাকা ও হোটেলগুলিতে বাড়ানো হয়েছে নজরদারি।স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে সতর্ক রয়েছে গোয়েন্দা বিভাগ ডিডি, এসওজি ।স্বাধীনতা দিবসের দিন শহরের নিরাপত্তায় মোতায়ন করা হয়েছে দেড় হাজার পুলিশ কর্মী।শহরে যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সবরকমভাবে প্রস্তুত রয়েছে পুলিশ।


স্বাধীনতার ৭৫তম বর্ষ পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজাদিকা অমৃত মহোৎসবের আওতায় হর ঘর তিরঙ্গা কর্মসূচি গ্রহণ করার কথা বলেছে।দেশ জুড়ে পালিত হচ্ছে এই কর্মসূচি।শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা তার টিমকে নিয়ে স্বাধীনতা দিবস উদযাপনের বিশেষ প্রস্তুতি নিয়েছেন।১৫ই আগস্ট প্যারেডে শক্তি প্রদর্শন করবে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন অভিযানের বেশকিছু সুসজ্জিত ট্যাবলো প্যারেডে সামিল করা হবে।   

এই বিষয়ে ডিসিপি জয় টুডু বলেন, ১৫ই আগস্ট নিয়ে শহরের সুরক্ষা বাড়ানো হয়েছে।রাতে নাকা চেকিং সহ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে।সমস্ত বিভাগ সতর্ক রয়েছে।ট্রাফিক নিয়েও আলাদা পরিকল্পনা করা হয়েছে।সংবেদনশীল এলাকাগুলিতে বিশেষ নজরদারি রাখা হচ্ছে।  


 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *