শিলিগুড়ি, ২৩ জুলাইঃ চুরি ও ছিনতাই হওয়া ১৬টি মোবাইল উদ্ধার করে উপযুক্ত মালিকের হাতে ফিরিয়ে দিল এনজেপি থানার পুলিশ।
এনজেপি থানায় একাধিক চুরি-ছিনতাই সংক্রান্ত অভিযোগ দায়ের হয়।ঘটনার তদন্তে নেমে উদ্ধার হয় ১৬টি মোবাইল।এরপর শনিবার এনজেপি থানার পুলিশ ১৬টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল।
এদিন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসিপি(ইস্ট)শুভেন্দ্র কুমার মোবাইল ফোন গুলি তুলে দেন।মোবাইল পেয়ে খুশি অভিযোগকারীরা।