খড়িবাড়ি, ২৪ জানুয়ারিঃ ফের খড়িবাড়ির বাংলা বিহার সীমান্তে ২০ টি গরু সহ গ্রেফতার পাঁচ পাচারকারী।ধৃতদের নাম অনিল কুমার (৫৪), পবন কুমার(৪৩),অরুণ ভোলা(২০),বিকাশ রাঠোর(২৩) এবং রফিউল ইসলাম (৩৩)।ধৃতদের মধ্যে চারজন হরিয়ানার বাসিন্দা এবং একজন অসমের বাসিন্দা।
জানা গিয়েছে, প্রতিদিনের মত খড়িবাড়ির চক্করমারিতে নাকা চেকিংয়ের সময় বাংলা বিহার সীমান্তের দুটি ট্রাক আটক করা হয়।তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২০টি গরু।
উদ্ধার হওয়া গরুর কোন বৈধ নথি দেখাতে না পারায় ৫ জনকে গ্রেফতার করে খড়িবাড়ি থানার পুলিশ।ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পাঠানো হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।