শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডে নাগরিকবৃন্দের নাম করে পড়ল পোস্টার, সরগরম রাজনীতি

শিলিগুড়ি, ৩১ জানুয়ারিঃ শিলিগুড়ি পুরনিগমের ২৪ নম্বর ওয়ার্ডে জুড়ে নাগরিকবৃন্দ নাম করে পড়ল পোস্টার।তা ঘিরেই সরগরম ওয়ার্ডের রাজনীতি।


জানা গিয়েছে, সোমবার সকালে ওয়ার্ডের দেবাশীষ কলোনি, ফুলেশ্বরী মাছ বাজার, আন্ডারপাস, তরুন তীর্থ মাঠ সহ এলাকার একাধিক জায়গায় পোস্টার লক্ষ্য করা যায়।‘তিনবারের দলবদলু মাদক ব্যবসায়ী এখন দলের ধরেছে হাল’ এই ধরণের একাধিক পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ায় ওয়ার্ডে।

এই বিষয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, আমার মনে হয় এই নাগরিকবৃন্দ কারা সেটা তদন্ত করে দেখা উচিৎ।এটা রুচিহীনতার পরিচয়।নাগরিকবৃন্দের নামে রাজনীতি করা হচ্ছে।


তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতুল চক্রবর্তী বলেন, এসব পোস্টার দিয়ে কিছু হবে না।মানুষ জানে ফলে এসব পোস্টারে ভোটে কোন প্রভাব পরবে না।

সিপিএমের ৩ নম্বর এরিয়া কমিটির সম্পাদক তিলক গুন বলেন, এভাবে পোস্টারের আড়ালে রাজনীতি করা উচিৎ না।আর আমাদের দলে কোনো দলবদলু নেই।ফলে আমাদের এসবে কোনো প্রভাব পড়বে না।

বহিষ্কৃত তৃণমূল নেতা তথা নির্দল প্রার্থী বিকাশ সরকার বলেন, মানুষ এদের চিনে গিয়েছে বলেই পোস্টার দিয়েছে।শাসকদলের হাল এখন অপহরণকারীরা আর মাদক পাচারকারীরা ধরেছে।স্বভাবতই মানুষ এদের চাইছে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *