শিলিগুড়ি, ২৫ এপ্রিলঃ শুক্রবার রাজ্যে দ্বিতীয় দফায় লোকসভা ভোট। দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট এই তিনটি লোকসভা আসনে ভোট হবে।
সকাল থেকেই ডিসিআরসি সেন্টার থেকে ভোটকেন্দ্রে পৌঁছাতে শুরু করেছেন ভোট কর্মীরা।দার্জিলিং লোকসভায় সমতলের জন্য শিলিগুড়ি কলেজে তৈরি হয়েছে ডিসিআরসি সেন্টার।
এবছর দার্জিলিং জেলায় মোট ভোটারের সংখ্যা ১৭ লক্ষ ৭৬ হাজার ৮৯৮। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৮ লক্ষ ৯৫ হাজার ২৮৭ এবং মহিলা ভোটার ৮ লক্ষ ৮১ হাজার ৬১০। দার্জিলিং জেলায় মোট ১৯৯৯ টি বুথে ভোটগ্রহণ হবে। তার মধ্যে ৫৮ টি বুথ মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত। ভোট গ্রহণ শুরু হবে সকাল ৭ টা থেকে এবং চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। প্রতিটি বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। সেই সঙ্গে সিসিটিভি ক্যামেরার নজরদারি।