খড়িবাড়ি, ২৪ নভেম্বরঃ আগামী ২৬ নভেম্বর সারা ভারত সাধারণ ধর্মঘট সফল করতে মঙ্গলবার খড়িবাড়িতে বামফ্রন্ট এবং কংগ্রেসের তরফে মিছিল বের করা হল।
জানা গিয়েছে, এদিন মিছিলটি পিডব্লিউডি থেকে শুরু হয়ে বাতাসিতে গিয়ে শেষ হয়।মিছিলে বামফ্রন্ট এর তরফে জীবেশ সরকার, শঙ্কর ঘোষ, সমন পাঠক, বাদল সরকার, রামকুমার ছেত্রী, তুলারাম শর্মা এবং কংগ্রেসের তরফে করিম খান, মাণিক বর্মন, সদানন্দ সিং, সন্তোষ সিং, পরিতোষ বর্মন সহ প্রচুর সংখ্যক কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
সন্তোষ সিং বলেন, কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ২৬ নভেম্বর সারা ভারত সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।এই ধর্মঘট সফল করতে হবে।এই কারণে আজ সিপিআইএম এবং কংগ্রেসের তরফে সংযুক্তভাবে মিছিল বের করা হয়।এদিনের মিছিলের মাধ্যমে ধর্মঘট সফল করার আহ্বান করা হয়।