২ বছর থেকে তালা বন্ধ রাজগঞ্জের কর্মতীর্থ,অনিশ্চয়তায় ভুগছেন দোকানদাররা

রাজগঞ্জ, ৩ ডিসেম্বরঃ ২ বছর থেকে তালা বন্ধ রাজগঞ্জের কর্মতীর্থ।অগত্যা বাড়ি ফিরে গিয়েছেন অধিকাংশ দোকানদার। আদৌ কর্মতীর্থ খুলবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।


২০১৬ সালে মগরাডাঙ্গিতে আমবাড়ি-ফালাকাটা শিল্প তালুকের মধ্যে কর্মতীর্থ গড়ে তোলা হয়।৩০ জন ওই কর্মতীর্থে স্টল নিয়েছেন৷পুতি, উল, বাঁশের কাজ, বিউটি পার্লার, দর্জির দোকান ও ফাস্টফুড সহ বিভিন্ন দোকান করা হয়েছিল ওই কর্মতীর্থে ।কিন্তু মাসের পর মাস তালাবন্ধ অবস্থায় রয়েছে কর্মতীর্থ ।বর্তমানে কর্মতীর্থকে ঝোপ-জঙ্গলে ঘিরে ধরেছে।

আমবাড়ি ফালাকাটা কর্মতীর্থ সমবায় সমিতির সহ-সভাপতি সান্তনা সরকার  বলেন, বিশাল এলাকা নিয়ে প্রাচীর দেওয়া শিল্প তালুকের মধ্যে কর্মতীর্থটি তৈরি করা হয়েছে। ফলে কারও নজরেই পড়ছে না তা। জনবহুল এলাকায় করা হলে হয়তো এতটা সমস্যা হতো না। এছাড়া সরকারের পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়ার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবে করা হয়নি। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে জানানো হলেও কোনো উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না।


অন্যদিকে এই বিষয়ে  স্থানীয় পঞ্চায়েত সদস্য দীপক মন্ডল বলেন, সরকারের উদাসীনতায় কর্মতীর্থটি বন্ধ হয়ে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *