আজ থেকে বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

শিলিগুড়ি, ৫ আগস্টঃ শুক্রবার থেকে বন্ধ হয়ে গেল শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা।


কার্শিয়াং থেকে ঘুমের মাঝে টয়ট্রেন লাইন মেরামতের জন্য এনজেপি স্টেশন থেকে দার্জিলিং স্টেশন পর্যন্ত টয়ট্রেন পরিষেবা বন্ধ রাখা হচ্ছে।শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বন্ধ থাকছে এই পরিষেবা।যদিও দার্জিলিং-ঘুম জয় রাইড পরিষেবা স্বাভাবিক থাকবে বলেই রেল সূত্রে জানা গিয়েছে।

শুক্রবার সকাল থেকে লাইন মেরামতের কাজ শুরু হয়ে গিয়েছে।সামনেই পুজোর মরসুম।অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে এনজেপি-দার্জিলিং টয় ট্রেনের সমস্ত টিকিট বুক হয়ে গিয়েছে।যেকারণে সেসময় যাতে কোনও হয়রানি না হয় ও যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে লাইন মেরামত করা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *