নকশালবাড়িতে ভূমি ও ভূমিসংস্কার আধিকারিককে স্মারকলিপি প্রদান করল মেচী কৃষি জমিন বাঁচাও কমিটি

নকশালবাড়ি, ১৩ এপ্রিলঃ ভারত-নেপাল সীমান্তে মেচী নদীর তীরবর্তী এলাকায় থাকা কৃষকদের পাট্টার দাবিতে বুধবার নকশালবাড়ি ব্লক ভূমি ও ভূমিসংস্কার আধিকারিককে  তিন দফা দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করল মেচী কৃষি জমিন বাঁচাও কমিটি।


বুধবার নকশালবাড়ির ভৈষাহাটি মোড় থেকে নকশালবাড়ি বাজার হয়ে ভূমিসংস্কার অফিস পর্যন্ত মিছিল করে স্মারকলিপি প্রদান করা হয়।

সংগঠনের সহ সভাপতি জয় লোদ জানান, কেটুগাবুর, সিউবর, সুরজবড় এলাকায় কৃষি জমি দখল করে পুলিশ ট্রেনিং ক্যাম্প করার নির্দেশ আসে গত দুই বছর আগে।এর বিরুদ্ধে কৃষকদের কমিটি গঠন হলে প্রশাসন পিছু হটতে বাধ্য হয়।কিন্তু দীর্ঘদিন ধরেই এই কৃষকরা কোনো পাট্টা পায়নি, কোনো সরকার তাদের পাশে দাঁড়াইনি।কিছু কৃষক পাট্টা পেয়েছে বাকিদের পাট্টা দেওয়া হচ্ছে না।পাট্টার দাবিতে স্মারকলিপি প্রদান করা হল।


এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক দীনবন্ধু রায় সহ অন্যান্যরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *