৩ ফেব্রুয়ারি থেকে খুলছে স্কুল-কলেজ, রাজগঞ্জ ব্লকের বিভিন্ন স্কুলে চলছে প্রস্তুতি

রাজগঞ্জ, ১ ফেব্রুয়ারিঃ বৃহস্পতিবার থেকে খুলছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়।তারই প্রস্তুতি হিসেবে শুরু হয়েছে সাফাইয়ের কাজ।স্কুল খোলার আগে ব্যস্ততা দেখা গেল রাজগঞ্জ ব্লকের বিভিন্ন স্কুলে।


করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৩ জানুয়ারি থেকে বন্ধ করে দেওয়া হয় স্কুল কলেজ।এরফলে ক্লাসরুম ও আসবাবপত্রে জমেছে নোংরা।এবার তা পরিষ্কার করার পালা।মঙ্গলবার রাজগঞ্জের হরিহর হাইস্কুলে গিয়ে দেখা গেল সাফাইয়ের কাজ।

স্কুলের সহকারী প্রধান শিক্ষক অনির্বাণ ঠাকুর জানান, অনেক দিন স্কুল বন্ধ থাকায় সকলেরই মন খারাপ ছিল।গতকাল সরকারি তরফে স্কুল খোলার নির্দেশিকা জারি হওয়ায় সর্বত্রই যেন খুশির হাওয়া।কচিকাঁচারা স্কুলে আসবে।হৈ হুল্লোড় হবে।এ যেন এক অন্যরকম আনন্দ।


অন্যদিকে একইভাবে সাফাই করতে দেখা যায় আমবাড়ি চিন্তামোহন হাইস্কুলে।স্কুলের টিচার ইনচার্জ প্রশান্ত দাস বলেন, স্কুল খোলা এবং পঠন-পাঠন শুরু হওয়ার জন্য আমরা মুখিয়ে ছিলাম।বৃহস্পতিবার থেকে পঠন-পাঠন শুরু হবে বলে খুব আনন্দ হচ্ছে।গোটা স্কুল ও ক্লাসরুম পরিষ্কারের কাজ চলছে।কোভিডবিধি মেনেই পঠন-পাঠন চলবে।এছাড়া প্রত্যেক পড়ুয়া ও শিক্ষকরা যাতে অবশ্যই মাস্ক ব্যবহার করে তা গুরুত্ব সহকারে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *