শিলিগুড়ি, ১৭ সেপ্টেম্বরঃ একইদিনে এসওজি এবং প্রধাননগর থানার যৌথ অভিযানে ৩০ কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার।ঘটনায় গ্রেফতার ৬ জন।ধৃতদের নাম পরিমল রায়, বাবর আলী, গফর আলী, সলীম শেখ, তাজিবুর রহমান এবং করীবুল ইসলাম।বাবর, গফর, সলীম, করীবুল এবং তাজিবুর মুর্শিদাবাদ এবং পরিমল নকশালবাড়ির বাসিন্দা।
উল্লেখ্য, মুর্শিদাবাদ থেকে ব্রাউন সুগার নিয়ে এসে তা শিলিগুড়িতে পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের।তবে সেই পরিকল্পনা ভেস্তে দেয় এসওজি এবং প্রধাননগর থানার পুলিশ।
জানা গিয়েছে, মুর্শিদাবাদ থেকে দুটি দলে ব্রাউন সুগার পাচার করতে পৌঁছেছিল পাচারকারীরা।পাচারকারীদের একটি দলে বাবর ও গফর ব্রাউন সুগার ডেলিভারি দিতে শিলিগুড়িতে পৌঁছায়।দার্জিলিং মোড়ে ঘোরাঘুরি করছিল তারা।সেখানে তাদের কাছ থেকে মাদক নিতে পৌঁছেছিল পরিমল।সেইসময়ই পুলিশ ৩ জনকে গ্রেফতার করে।ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় ২ কিলো ব্রাউন সুগার।
অন্যদিকে আরেকটি দল শিলিগুড়ির ১ নম্বর ওয়ার্ডের রাজেন্দ্রনগর এলাকায় একটি মন্দিরে মাদক পাচার করতে পৌঁছায়।সেই খবর পেয়েই এসওজি এবং প্রধাননগর থানার পুলিশ গভীর রাতে যৌথভাবে অভিযান চালিয়ে ২ কিলো ব্রাউন সহ সলীম শেখ, তাজিবুর রহমান এবং করীবুল ইসলামকে গ্রেফতার করে।
ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।