শিলিগুড়িতে সবুজ ঝড়, ৩৭টি আসনে জয়ী তৃণমূল

শিলিগুড়ি, ১৪ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি পুরনিগম দখল করল তৃণমূল।শিলিগুড়ির ৪৭টি ওয়ার্ডের মধ্যে ৩৭টি ওয়ার্ড দখল করে পুরভোট গঠন করছে তৃণমূল।এর মধ্যে বিজেপি পেয়েছে ৫টি আসন, বাম পেয়েছে ৪টি আসন এবং কংগ্রেস পেয়েছে ১টি আসন।শিলিগুড়ির মেয়র হচ্ছেন গৌতম দেব জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।ইতিমধ্যেই বিভিন্ন ওয়ার্ডে উৎসবের মেজাজে রয়েছেন তৃণমূল কর্মী সমর্থকেরা।কোথাও চলছে মিষ্টিমুখ ও কোথাও আবির খেলায় মেতেছেন কর্মীরা।সবমিলিয়ে শিলিগুড়িতে বড় জয় তৃণমূলের।    


 

কোন ওয়ার্ডে কে জয়ী দেখে নিন এক নজরে-


 

১ নম্বর ওয়ার্ড তৃণমূল সঞ্জয় পাঠক

২ নম্বর ওয়ার্ড তৃণমূল গার্গী চ্যাটার্জি

৩ নম্বর ওয়ার্ড তৃণমূল রামভজন মাহাতো

৪ নম্বর ওয়ার্ড বিজেপি বিবেক সিং

৫ নম্বর ওয়ার্ড বিজেপি অনিতা মাহাতো

৬ নম্বর ওয়ার্ড তৃণমূল এমডি আলম

৭ নম্বর ওয়ার্ড তৃণমূল পিন্টু ঘোষ

৮ নম্বর ওয়ার্ড বিজেপি শালিনী ডালমিয়া

৯ নম্বর বিজেপি অমিত জৈন

১০ নম্বর ওয়ার্ড তৃণমূল কমল আগরওয়াল

১১ নম্বর ওয়ার্ড বিজেপি মঞ্জুশ্রী পাল

১২ নম্বর ওয়ার্ড তৃণমূল বাসুদেব ঘোষ

১৩ নম্বর ওয়ার্ড তৃণমূল মানিক দে

১৪ নম্বর ওয়ার্ড তৃণমূল শ্রাবনী দত্ত

১৫ নম্বর ওয়ার্ড তৃণমূল রঞ্জন সরকার

১৬ নম্বর ওয়ার্ড কংগ্রেস সুজয় ঘটক

১৭ নম্বর ওয়ার্ড তৃণমূল মিলি সিনহা

১৮ নম্বর ওয়ার্ড তৃণমূল সঞ্জয় শর্মা

১৯ নম্বর ওয়ার্ড সিপিএম মৌসুমি হাজরা

২০ নম্বর ওয়ার্ড তৃণমূল অভয়া বসু

২১ নম্বর ওয়ার্ড তৃণমূল কুন্তল রায়

২২ নম্বর ওয়ার্ড সিপিআইএম দীপ্ত কর্মকার

২৩ নম্বর ওয়ার্ড তৃণমূল লক্ষ্মী পাল

২৪ নম্বর ওয়ার্ড তৃণমূল প্রতুল চক্রবর্তী

২৫ নম্বর ওয়ার্ড তৃণমূল জয়ন্ত সাহা

২৬ নম্বর ওয়ার্ড তৃণমূল সিক্তা দে বসুরায়

২৭ নম্বর ওয়ার্ড তৃণমূল প্রশান্ত চক্রবর্তী

২৮ নম্বর ওয়ার্ড তৃণমূল সম্প্রীতা দাস

২৯ নম্বর ওয়ার্ড সিপিআইএম শরদিন্দু চক্রবর্তী

৩০ নম্বর ওয়ার্ড তৃণমূল সাথী দাস

৩১ নম্বর ওয়ার্ড তৃণমূল মৌমিতা মন্ডল

৩২ নম্বর ওয়ার্ড তৃণমূল তাপস চ্যাটার্জি

৩৩ নম্বর ওয়ার্ড তৃণমূল গৌতম দেব

৩৪ নম্বর ওয়ার্ড তৃণমূল বিমান তরফদার

৩৫ নম্বর ওয়ার্ড তৃণমূল সম্পা নন্দী

৩৬ নম্বর ওয়ার্ড তৃণমূল রঞ্জন শীল শর্মা

৩৭ নম্বর ওয়ার্ড তৃণমূল অলোক ভক্ত

৩৮ নম্বর ওয়ার্ড তৃণমূল দুলাল দত্ত

৩৯ নম্বর ওয়ার্ড তৃণমূল পিংকি সাহা

৪০ নম্বর ওয়ার্ড তৃণমূল রাজেশ প্রসাদ শা (মুন্না প্রসাদ)

৪১ নম্বর ওয়ার্ড তৃণমূল শিভিকা মিত্তল

৪২ নম্বর ওয়ার্ড তৃণমূল শোভা সুব্বা

৪৩ নম্বর ওয়ার্ড তৃণমূল সুখদেব মাহাতো

৪৪ নম্বর ওয়ার্ড তৃণমূল প্রীতিকানা বিশ্বাস

৪৫ নম্বর ওয়ার্ড সিপিআইএম মুন্সী নূরুল ইসলাম

৪৬ নম্বর ওয়ার্ড তৃণমূল দিলীপ বর্মণ

৪৭ নম্বর ওয়ার্ড তৃণমূল অমর আনন্দ দাস

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *