শিলিগুড়ি, ২৮ মেঃ ফাঁকা বাড়ি পেয়ে ফের চুরির ঘটনা।ঘটনাটি ঘটেছে প্রধাননগর থানার অন্তর্গত ৪৫ নম্বর ওয়ার্ডের ১৩ নম্বর গলিতে।ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, এলাকায় অনুশ্রী ঘোষ নামে এক বৃদ্ধা বাড়িতে একা থাকেন।কাজের সূত্রে তাঁর ছেলে ও মেয়ে বাইরে থাকেন।ছেলে ও মেয়ে বাড়িতে আসার পর এদিন বৃদ্ধা মাকে নিয়ে ঘুরতে যায় তারা।
সেই সুযোগেই বাড়িতে চুরি করে চম্পট দেয় চোর।বাড়িতে ফিরে এসে দেখতে পান ঘরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং আলমারির তালা ভাঙা অবস্থায় রয়েছে।নগদ টাকা সহ সোনার জিনিস চুরি হয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনার পরই খবর দেওয়া হয় পুলিশকে।প্রধাননগর থানার পুলিশ পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।