বেঙ্গল সাফারি পার্কের ৪৬টি পশু পাখিকে দেওয়া হয়েছে দত্তক

শিলিগুড়ি, ১৬ ফেব্রুয়ারিঃ পশু পাখিদের সঙ্গে মানুষের সম্পর্ক নিবিড় করতে নতুন পদক্ষেপ গ্রহণ করেছে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ।


গতবছর জুলাই মাস থেকে বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ পার্কের পশু ও পাখিদের দত্তক দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।এই প্রক্রিয়ার মাধ্যমে যে কেউ অ্যাডপশন ফর্ম জমা করে এক মাস ও এক বছরের জন্য পশু ও পাখিদের দত্তক নিতে পারবেন।ইতিমধ্যেই বেঙ্গল সাফারির লেপার্ড ক্যাট কে কলকাতার বাসিন্দা অভিষেক ভট্টাচার্য এক বছরের জন্য দত্তক নিয়েছেন।শিলিগুড়ির ডঃ পিডি ভুটিয়া ব্ল্যাক বিয়ারকে দত্তক নিয়েছেন।গত ১৪ ফেব্রুয়ারি শিলিগুড়ির বাসিন্দা সোনিকা শর্মা র‍য়্যাল বেঙ্গল টাইগার শীলার শাবক কিকাকে একবছরের জন্য দত্তক নিয়েছেন।এখনও অবধি প্রায় ৪৬টি পশু পাখিকে দত্তক নেওয়া হয়েছে।

এই বিষয়ে বেঙ্গল সাফারি পার্কের ডিএফও ডিএস শেরপা বলেন, পশু পাখিদের সঙ্গে মানুষের সম্পর্ক ভালো করতে এই নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।দত্তক নেওয়ার জন্য নির্দিষ্ট অর্থও ধার্য করা হয়েছে।যারা পশু পাখিদের দত্তক নিচ্ছেন তাদের পার্ক কর্তৃপক্ষের তরফে সার্টিফিকেট এবং একটি আইডেনটিফিকেশন কার্ডও প্রদান করা হয়।সেই কার্ড দিয়ে বিনামূল্য বেঙ্গল সাফারি পার্কে ঘোরার সুবিধাও রয়েছে তাদের।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *