শিলিগুড়ি, ২২ অক্টোবরঃ ৫ কিলো গাঁজা সহ গ্রেফতার ১।ধৃতের নাম আশিক বিশ্বাস।
জানা গিয়েছে, শিলিগুড়ি পুরনিগমের ৪১ নম্বর ওয়ার্ডের শাস্ত্রীনগর এলাকায় একটি দোকানে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করে ভক্তিনগর থানার পুলিশ।ঘটনায় গ্রেফতার করা হয় আশিক বিশ্বাসকে।দোকানের আড়ালে গাঁজা বিক্রির কারবার চালাচ্ছিল অভিযুক্ত।
ধৃতের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।