পেট্রোল পাম্পের কর্মীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ৫ লক্ষ টাকা ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতিরা   

ময়নাগুড়ি, ২০ সেপ্টেম্বরঃ দিনদুপুরে পেট্রোল পাম্পের দুই কর্মীকে আগ্নেয়াস্ত্র ও চাকু দেখিয়ে ৫ লক্ষ টাকা ছিনতাই করে পালাল দুষ্কৃতিরা।ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ময়নাগুড়ি ব্লকের রাজারহাট মোড় সংলগ্ন এলাকায়।


জানা গিয়েছে, ময়নাগুড়ি ব্লকের রাজারহাট মোড় সংলগ্ন একটি পেট্রোল পাম্পের টাকা নিয়ে পাম্পের ম্যানেজার ও এক কর্মী একটি ব্যাঙ্কে ৫ লক্ষ টাকা জমা করতে যাচ্ছিলেন।সেইসময় একটি চারচাকা গাড়িতে করে ৫ দুষ্কৃতি এসে তাদের পথ আটকে দাঁড়ায়।এরপর আগ্নেয়াস্ত্র ও চাকু দেখিয়ে টাকা সহ ব্যাগ ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতিরা।

ঘটনার পর ময়নাগুড়ি থানায় ঘটনার অভিযোগ দায়ের করা হয়।সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibom