নকশালবাড়িতে দার্জিলিং জেলা কিষান ক্ষেতমজদুর তৃণমূল কংগ্রেসের ৫ম জেলা সম্মেলনের আয়োজন

নকশালবাড়ি,২২ মার্চঃ দার্জিলিং জেলা কিষান ক্ষেতমজদুর তৃণমূল কংগ্রেসের পঞ্চম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল নকশালবাড়িতে।


মঙ্গলবার নকশালবাড়ি কমিউনিটি হলে জেলা সম্মেলনে উপস্থিত ছিলেন কিষাণ ক্ষেতমজদুর তৃণমূলের রাজ‍্য সভাপতি পূর্ণেন্দু বসু, জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ, জেলা চেয়ারম্যান অলোক চক্রবর্তী, কিষাণ জেলা সভাপতি অমর সিনহা, চেয়ারম্যান ছোটন কিস্কু সহ অন্যান্যরা।এদিন জেলার বিভিন্ন শাখা সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সম্মেলনে তৃণমূল সরকারের আমলে কৃষি ব‍্যবস্থার উন্নয়ন ও পরিসংখ্যান নিয়ে আলোচনা করা হয়।

সভা শেষে পূর্ণেন্দু বসু বলেন, আমাদের সরকারের আমলে ৫০ হাজার একর জমি চাষের জমি থেকে অন্য জমিতে রুপান্তরিত হয়েছে।বর্তমানে ৫৫ লক্ষ হেক্টর জমিতে চাষ হয়।রাজ‍্যে ধান, আলু চাষ বেড়েছে। সবজিতে এক নম্বর রাজ‍্য।এছাড়াও সারের কালোবাজারি রুখতে কড়া হচ্ছে রাজ‍্য।


এছাড়াও তিনি বলেন, শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনে আমরা জিতব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *