ফুলবাড়ির চতুরাগছ এলাকায় ৫টি বাড়িতে ভাঙচুরের অভিযোগ দুষ্কৃতিদের বিরুদ্ধে, অভিযুক্তদের শাস্তির দাবী পরিবারগুলির    

রাজগঞ্জ, ২২ মার্চঃ ফুলবাড়ির চতুরাগছ এলাকায় পাঁচটি বাড়িতে ভাঙচুরের অভিযোগ দুষ্কৃতিদের বিরুদ্ধে।অভিযুক্তদের শাস্তির দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন পরিবারগুলি।


জানা গিয়েছে, শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চতুরাগছ নিচপাড়ার পাঁচটি বাড়িতে ব্যাপক তান্ডব চালায় কয়েকজন দুষ্কৃতি।অভিযোগ, গতকাল প্রথমে সন্ধ্যা নাগাদ একবার তান্ডব চালানোর পর রাতে ফের ব্যাপক ভাঙচুর করা হয়।

এই বিষয়ে কল্পনা সূত্রধর বলেন, সন্ধ্যা নাগাদ এলাকার  তিন যুবক এসে গালিগালাজ করছিল।সেই সময় আমার স্বামী প্রতিবাদ করে।ওই যুবকরা আমার স্বামীকে মারধর করে এবং বাড়িতে ভাঙচুর করে চলে যায়।রাতে ফের কয়েকজনকে নিয়ে এসে ব্যাপক তান্ডব চালায়।একইভাবে ভাঙচুর চালানো হয় নিরাপদ সরকার, রবি দাস, দীনেশ সরকার ও সুমিত্রা রায়ের বাড়িতে।বাড়ির জিনিসপত্র ভাঙচুর করা হয় বলে অভিযোগ।


ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।অন্যদিকে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পৌঁছান গ্রাম পঞ্চায়েত প্রধান দিলীপ রায়।তিনি বলেন, খুব নিন্দনীয় ঘটনা।যেভাবে তান্ডব  চালিয়েছে তা বরদাস্ত করা যায় না।এলাকার যে যুবকেরা তান্ডব চালিয়েছে তাদের বিরুদ্ধে আগেও অভিযোগ উঠেছিল।অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *