ইসলামপুর,৮ জানুয়ারিঃ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বাইক চুরি চক্রের পর্দা ফাঁস করল ইসলামপুর থানার পুলিশ।ঘটনায় ৫টি চুরির বাইক উদ্ধার করেছে পুলিশ।ঘটনায় গ্রেফতার মোট ৪।
জানা গিয়েছে, তিনপুল থেকে ২টি,বলঞ্চা থেকে ১টি,জীবন মোড় থেকে ১টি এবং ডাঙাপাড়া থেকে ১টি বাইক উদ্ধার করেছে পুলিশ।
উল্লেখ্য,সম্প্রতি বাইক চুরি চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে মহম্মদ জাফর ও মহম্মদ মুশারফকে গ্রেফতার করেছিল পুলিশ।এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে আরও দুজনকে গ্রেফতার করে পুলিশ।