বিজেপির ৬ নম্বর মন্ডল কমিটির তরফে এনজেপি থানায় বিক্ষোভ প্রদর্শন  

শিলিগুড়ি, ১০ নভেম্বরঃ এনজেপি থানায় বিক্ষোভ কর্মসুচি গ্রহণ করল  বিজেপির ৬ নম্বর মন্ডল কমিটি।প্রসঙ্গত, সম্প্রতি বিজেপি-তৃণমূলের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয় এনজেপি চত্বর।বিজেপি কর্মীদের মারধর, পাল্টা তৃণমূল অফিস ভাঙচুরের ঘটনায় পরস্পরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও আজও দোষীরা অধরা।এমনই দাবি বিজেপির।


এই কারণে আজ এনজেপি থানায় বিক্ষোভ কর্মসূচী গ্রহণ করে বিজেপি।এদিন সংগঠনের তরফে একটি মিছিল বের করা হয়।মিছিলটি এনজেপি স্টেশন সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে থানায় গিয়ে শেষ হয়।থানায় দীর্ঘক্ষন বিক্ষোভ প্রদর্শন করেন তারা।


শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি প্রবীণ আগরওয়াল জানান, তৃণমূলের সন্ত্রাস অব্যাহত থাকলেও পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না।যতক্ষণ না পর্যন্ত আক্রমণকারী তৃণমূলের দুষ্কৃতীরা গ্রেপ্তার হচ্ছে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন।পাশাপাশি বিহার বিধানসভার আশানুরূপ ফল নিয়ে তিনি জানান, পশ্চিমবঙ্গে বিজেপি ২০০ এর অধিক আসন নিয়ে  ক্ষমতায় আসবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *