শিলিগুড়ি, ১২ মেঃ মনে জোর থাকলে কি না হয়।বয়স প্রায় ৬১। তবে এখনও দিব্যি খেলাধূলা চালিয়ে যাচ্ছেন শিলিগুড়ি সংলগ্ন তেলিপাড়ার বাসিন্দা শান্তি সিংহ।
ছোটোবেলা থেকেই খেলাধূলার প্রতি আগ্রহ ছিল শান্তি সিংহের।সেই থেকে এখনও অবধি খেলাধূলা চালিয়ে যাচ্ছেন তিনি।ন্যাশনাল, ইন্টারন্যাশনাল অ্যাথলেটিক খেলেছেন শান্তি সিংহ।২০২২ সালে বাংলাদেশে অ্যাথলেটিক গেমে অংশগ্রহণ করেন।সেখানে লং জাম্পে দ্বিতীয় স্থান অধিকার করেন।
এরপর ২০২৩ সালে শ্রীলঙ্কা মাস্টার অ্যাসোসিয়েশনের ব্যাবস্থাপনায় আন্তর্জাতিক অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে লং জাম্প ও তিন হাজার কিলোমিটার হাটা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ জিতেছিলেন শান্তি সিংহ। চলতি বছরের ২রা জুন অযোধ্যায় ফের বেঙ্গল মাস্টার অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত ন্যাশনাল গেমসে খেলতে যাবেন তিনি।রবিবার শান্তি সিংহের বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা জানান ডাবগ্রাম- ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি।
শান্তি সিংহকে দেখে বর্তমানে অনেকেই তার সঙ্গে যুক্ত হচ্ছেন।আগামীকালে কোচিং করানোর ভাবনা রয়েছে তার।এদিন শান্তি সিংহ জানান, ছোট থেকেই খেলাধূলা করছি।বিয়ের পর কয়েকবছর খেলাধূলা বন্ধ ছিল।পরে আবার শুরু করি।পরিবারের সকলে এই বিষয়ে আমাকে সহযোগিতা করে।বয়স হয়ে গেলেও মনের জোর নিয়ে খেলা চালিয়ে যাচ্ছি।
এদিন শিখা চ্যাটার্জি জানান, আমরা গর্বিত শান্তি সিংহের মত একজন অ্যাথলিট আমাদের এখানে আছেন।তার বয়স ৬০ পেরিয়ে গেলেও এখনও তিনি খেলছেন।আগামীতে ফের অযোধ্যায় খেলতে যাচ্ছেন তিনি।তাকে সংবর্ধনা দিতে পেরে আমি আপ্লুত।