উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ৬১তম প্রতিষ্ঠা দিবস পালন

শিলিগুড়ি, ১ অক্টোম্বরঃ প্রতিষ্ঠা দিবসে ছুটি নয়, প্রতিষ্ঠা দিবস উৎযাপন করা হবে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ৬১তম প্রতিষ্ঠা দিবস পালন করে এমনটাই জানালেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র।


মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীদের গার্ড অব অনারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপাচার্য ডঃ ওমপ্রকাশ মিশ্র।পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে থাকা মনীষী রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, ভানু ভক্ত , ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং নেতাজি সুভাষ চন্দ্র বসুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়।পরে বিশ্ববিদ্যালয়ের সভা কক্ষে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের সূচনা করেন উপাচার্য এবং আমন্ত্রিত দুই বর্ষীয়ান অধ্যাপক রঘুনাথ ঘোষ ও অধ্যাপক আনন্দ গোপাল ঘোষ।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র জানান , আগামী দিনে বিশ্ববিদ্যালয়ে ঠাকুর পঞ্চানন বর্মা এবং স্বামী বিবেকানন্দের মত মনীষীদের মূর্তি স্থাপন করা হবে।পয়েলা নভেম্বর দিনটি বিশ্ববিদ্যালয় ছুটি না রেখে দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে প্রতিবছর পালন করা হবে।সঙ্গে রাজা রামমোহন রায়ের ২৫০তম জন্ম বার্ষিকীর জন্য একটি কমিটি গঠন হয়েছে এবং সারাবছর ধরে তা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে তার জন্মজয়ন্তী পালিত হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *