শিলিগুড়ি, ১০ জুলাইঃ ৬২ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং এনজেপি থানার পুলিশ।ধৃতের নাম জিনাতুল্লা ফিরদৌস(৫৩)।মালদার কালিয়াচকের বাসিন্দা।
জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফুলবাড়ি এলাকায় যৌথভাবে অভিযান চালায় এসওজি ও এনজেপি থানার পুলিশ।আটক করা হয় এক ব্যক্তিকে।তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৩০৫ গ্রাম ব্রাউন সুগার।এরপরই গ্রেফতার করা হয় ব্যক্তিকে।
পুলিশ সূত্রে খবর, ধৃত দীর্ঘদিন থেকেই মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত।শনিবার মালদা থেকে শিলিগুড়িতে ব্রাউন সুগার বিক্রির উদ্দেশ্যে এসেছিল সে।
রবিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ।