বাবা মাছ বিক্রেতা, মা পরিচারিকা-রাজ্যে সপ্তম শিলিগুড়ির রিতা

শিলিগুড়ি,১০ জুনঃ বাবা ফেরি করে মাছ বিক্রি করেন, মা পরিচারিকার কাজ করেন৷পরিবারে আর্থিক অনটন আগাগোড়াই৷টিউশন ফি’য়ের টাকা নিয়েও সমস্যা ছিল৷সেই আর্থিক অনটনকে কোনও সময় বাঁধা হতে দেয়নি৷নিজের অধ্যাবসায় ও ইচ্ছেশক্তিতে উচ্চমাধ্যমিকে রাজ্যে সপ্তম স্থানে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন ক্ষুদিরামপল্লীর রিতা হালদার৷শহরের একটি বেনামি স্কুলে পড়াশোনা করেই মেধা তালিকায় এসেছে রিতা৷৪০ নম্বর ওয়ার্ডের হায়দারপাড়া বুদ্ধভারতী হাইস্কুলের কলা বিভাগের ছাত্রী রিতা৷


এ বার উচ্চমাধ্যমিকে ৪৯২  নম্বর পেয়ে রাজ্যে সপ্তম হয়েছে সে৷তার এই সাফল্যে পরিবার ও স্কুলের শিক্ষক শিক্ষিকারাও খুশি৷আগামীতে শিক্ষিকা হওয়ার স্বপ্ন রয়েছে রিতার৷তবে আর্থিক সমস্যায় পড়াশোনা কিভাবে এগিয়ে নিয়ে যাবে তা নিয়ে চিন্তায় রয়েছে রিতা৷বিভিন্ন সামাজিক সংগঠন, রামকৃষ্ণ মিশন সহ অনেকেই ব্যক্তিগতভাবে সাহায্য করে এসেছে রিতাকে৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *