৮০০ কোটির গন্ডি ছাড়াল বিশ্বের জনসংখ্যা

৮০০ কোটির গন্ডি ছাড়াল বিশ্বের জনসংখ্যা।মঙ্গলবারই এই রিপোর্ট সামনে এসেছে।আগামী কয়েকবছরে আরও বাড়বে পৃথিবীর জনসংখ্যা।যার ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে জানাচ্ছে বিশেষজ্ঞরা।এই কারণে জনসংখ্যা যাতে নিয়ন্ত্রণ করা যায় এই নিয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।


রাষ্ট্রসংঘের তরফে জানানো হয়েছে, বিশ্বের জংসংখ্যা ৮ বিলিয়নে পৌঁছে গিয়েছে যা মানব সভ্যতার উন্নয়নের একটি মাইলফলক।তবে এই জনসংখ্যা ৭ বিলিয়ন থেকে ৮ বিলিয়নে পৌঁছোতে সময় লেগেছে ১২ বছর।২০৩৭ সালের মধ্যে জনসংখ্যা ৯ বিলিয়ন তথা ৯০০ কোটিতে পৌঁছাবে বলে রাষ্ট্রসংঘের তরফে জানানো হয়েছে।মানুষের গড় আয়ু বৃদ্ধি, পুষ্টি, স্বাস্থ্য এবং ওষুধের উন্নতি বিশ্বব্যাপী এই জনসংখ্যা বৃদ্ধির কারণ বলে মনে করা হচ্ছে।  

বর্তমানে জনসংখ্যার বিচারে বিশ্বে প্রথমেই রয়েছে চীন।এরপরেই রয়েছে ভারত।তবে আগামীতে সেই চিত্র বদলাতে পারে আশঙ্কা করা হচ্ছে।একটা সময়ে জনসংখ্যার বিচারে ভারত চিনকেও ছাড়িয়ে যাবে।২০৮০ সাল নাগাদ বিশ্বের জনসংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে। জনসংখ্যা হবে এক হাজার কোটিরও বেশি।  


 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *