রেশন-আধার সংযুক্তিকরণের জন্য টাকা নেওয়ার অভিযোগ, গ্রেফতার ১  

আলিপুরদুয়ার, ২০ জুলাইঃ সরকারি অ্যাপ ব্যবহার করে খাদ্যসাথী প্রকল্পের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণের জন্য টাকা নেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করল শামুকতলা থানার পুলিশ।ধৃতের নাম পরিতোষ বর্মন।সে আলিপুরদুয়ার জেলার ভাটিবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার খলিসামারির বাসিন্দা।


জানা গিয়েছে, বর্তমানে সরকারিভাবে আলিপুরদুয়ার জেলা জুড়ে  বাড়ি বাড়ি গিয়ে রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ এর কাজ চলছে।এর মধ্যে খলিসামারীর বাসিন্দা পরিতোষ বর্মন অন্য জেলা থেকে সরকারি আইডি কিনে এনে টাকার বিনিময়ে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ করছে বলে অভিযোগ উঠে।রেশন আধার সংযুক্তিকরণের আলিপুরদুয়ার ২ ব্লকের ব্লক সুপারভাইজার মজিদুল হক আনসারী এমন খবর পাওয়ার পরেই জেলা সুপারভাইজারকে নিয়ে খলিশামারীতে হানা দেন।পরিতোষ বর্মন বেআইনিভাবে ভিন জেলা থেকে সরকারি অ্যাপ কিনে এনে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিচ্ছেন বিষয়টি প্রমাণিত হওয়ার পরই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় শামুকতলা থানায়।

সেই অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে পরিতোষ বর্মনকে গ্রেপ্তার করে শামুকতলা থানার পুলিশ।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *