শিলিগুড়ি, ৩ ফেব্রুয়ারি: খুলে গেল স্কুল। সকাল থেকে আনন্দে পিঠে ব্যাগ নিয়ে স্কুল মুখী পড়ুয়ারা। করোনার জন্য দীর্ঘদিন বাড়িতে পড়াশোনা। নবম-দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল খুললেও ফের জানুয়ারিতে করোনার বাড়বাড়ন্তে বন্ধ হয় যায় রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলি।
একমাস পর স্কুল খুলতেই বেজায় খুশি পড়ুয়ারা। বাড়তি আনন্দ অষ্টম শ্রেণীর পড়ুয়াদের মধ্যে। প্রায় দু’বছর পর স্কুল ফেরা। বৃহস্পতিবার রাজ্য জুড়ে স্কুল খুলতেই সর্বত্র ছিল এক ছবি। এদিন শিলিগুড়ির বিভিন্ন স্কুলে স্বাস্থ্যবিধি মেনে পড়ুয়াদের স্কুলে প্রবেশ করানো হয়। পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকেরাও এদিন যথেষ্ট উচ্ছাসে ছিলেন। ফের সন্তানরা স্কুলমুখী হতেই কেটেছে দুশ্চিন্তার মেঘ।
৭ ফেব্রুয়ারি থেকে পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত শুরু হচ্ছে পাড়ায় শিক্ষালয়। তা নিয়েও স্কুলগুলির তরফে ফাকা মাঠ দেখা হচ্ছে।