জলপাইগুড়ি, ৪ এপ্রিলঃ আলুর বস্তার আড়ালে গরু পাচারের চেষ্টা বানচাল করল জলপাইগুড়ির ক্রান্তি ফাঁড়ির পুলিশ।ঘটনায় গ্রেফতার ২।
জানা গিয়েছে, সোমবার সকালে অন্যান্য দিনের মতো রুটিন টহলদারি চালাচ্ছিল জলপাইগুড়ি জেলার ক্রান্তি ফাঁড়ির পুলিশ।সেইসময় গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে যে আলু বোঝাই পিকআপ ভ্যানে গরু পাচার করা হচ্ছে।সেইমতো সকাল থেকে পুলিশের একটি দল ক্রান্তি এলাকায় ওঁত পেতে বসে।এরপর দুটি পিকআপ ভ্যানকে দাঁড় করায় পুলিশ।সেই গাড়ি দুটিতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৮টি গরু।আলুর বস্তার নিচে আলাদা চেম্বার করে রাখা হয়েছিল গরুগুলিকে।ঘটনায় গ্রেফতার করা হয় দুটি পিকআপ ভ্যান চালককে।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান গরুগুলিকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্য ছিল।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ক্রান্তি ফাঁড়ির পুলিশ।