শিলিগুড়ি, ১০ জানুয়ারিঃ প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করলো বিজেপি।মিছিল করে এদিন খড়িবাড়ির রানিগঞ্জ বিন্নাবাড়ি মন্ডল বিজেপির পক্ষ থেকে রানিগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের প্রধানকে স্মারকলিপি প্রদান করা হয়।
বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের নেতাদের নাম রয়েছে আবাস যোজনা তালিকায়।আর বিজেপি দল করা সাধারণ মানুষদের নাম কেটে দেওয়া হয়েছে।আবাস যোজনায় গ্রামে গ্রামে সার্ভে ও যোগ্য সাধারণ মানুষদের ঘর দিতে হবে এই দাবি তোলেন তারা।তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন করা হবে বলে জানান বিজেপি নেতৃত্বরা।
আবাস যোজনা পাওয়ার যারা যোগ্য তারাই ঘর পাবে বলে জানান রানিগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের প্রধান।