অবিলম্বে পুর ও মহকুমা নির্বাচন করা হোক, জেলা সম্মেলনে এসে দাবি তুললেন সুর্যকান্ত মিশ্র

শিলিগুড়ি, ১১ ডিসেম্বরঃ শিলিগুড়িতে সিপিআইএমের ২৩ তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল।শনিবার সিপিআইএম কার্যালয় অনিল বিশ্বাস ভবনে এই দুই দিবসীয় সম্মেলনের আয়োজন করা হয়।


এদিন দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান করে জেলা সম্মেলনের সূচনা করেন নেতৃত্বরা।এদিন সম্মেলনে উপস্থিত ছিলেন  বাম নেতা অশোক ভট্টাচার্য,  জীবেশ সরকার,  সিপিআইএম এর রাজ্য সম্পাদক  সূর্যকান্ত মিশ্র সহ অন্যান্য নেতৃত্বরা।

এই সম্মেলনের মধ্য দিয়ে বিধানসভা নির্বাচনে বামেদের ভরাডুবি নিয়ে পর্যালোচনা ও আসন্ন পুর ও মহকুমা নির্বাচনের দাবি ও আগামী কর্মসূচি নিয়েও আলোচনা করা হয়।পাশাপাশি নতুন জেলা কমিটি গঠন করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomjojobet girişHOLİGANBETjojobetcasibomholiganbet girişCasibomholiganbet girişcasibom girişCasibomcasibomcasibom girişCASİBOMholiganbet girişizmir escort bayanCasibom Girişcasibomcasibom güncel girişcasibom güncelCasibomCasibom Girişholiganbet