অবৈধ মদ সহ গ্রেফতার ১

কানকি, ১৫ ডিসেম্বরঃ গোপন সূত্রের খবরের ভিত্তিতে উত্তর দিনাজপুর জেলার কানকি বাস স্ট্যান্ডে অভিযান চালিয়ে অবৈধ মদ উদ্ধার করল পুলিশ।এই ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।ধৃতের নাম রামু মন্ডল(২৮)।সে বিহারের বাসিন্দা।


জানা গিয়েছে, এদিন কানকি বাস স্ট্যান্ডে একটি নম্বর প্লেটহীন পিক-আপ ভ্যানকে আটক করে পুলিশ।সেই গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২৭ কাটুর্ন মদ।এই ঘটনায় পিক-আপ ভ্যান চালককে গ্রেফতার করা হয়।উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য ৩ লক্ষ টাকা।  


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Casibom GirişJojobet Girişcasibomholiganbet girişJOJOBETjojobet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom canlı casinocasinobahis