ফের অবৈধ নির্মানের বিরুদ্ধে অভিযান, ভেঙে দেওয়া হল ৫০টি দোকান

শিলিগুড়ি, ১৫ মার্চঃ শিলিগুড়িতে অবৈধ নির্মানের বিরুদ্ধে লাগাতার অভিযান চলছে পুরনিগমের।বুধবার ফের একবার ভক্তিনগর থানা অন্তর্গত ইস্টার্ন বাইপাস এলাকায় রাস্তার পাশে পিডব্লিউডি এর জমিতে অবৈধ নির্মানের বিরুদ্ধে অভিযান চালানো হল।ভেঙে দেওয়া হল ৫০টিরও বেশি দোকান।


জানা গিয়েছে, এদিন সকালে ভক্তিনগর থানার বিশাল পুলিশ বাহিনী নিয়ে এলাকায় পৌঁছায় পুরনিগমের আধিকারিকেরা।জেসিবি দিয়ে ভেঙে দেওয়া হয় প্রায় ৫০টিরও বেশি অবৈধ নির্মান।

এই বিষয়ে শিলিগুড়ি পুরনিগমের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ব্রিজিত আইচ জানান, ইস্টার্ন বাইপাস এলাকায় প্রায় ৫০টি অবৈধ নির্মান ভেঙে ফেলা হয়েছে। তিনি বলেন, এখানে যেন আর কোনো দখল না হয়, সেদিকেও বিশেষ নজর রাখা হবে।   


অন্যদিকে পুরনিগমের অভিযানের পর অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।সেখানকার ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করছেন তারা।এভাবেই তাদের সংসার চলে।যদি এসব অবৈধ নির্মান হয় তবে পুরনিগম কেন লাইসেন্স, ট্যাক্স এবং বিদ্যুতের কানেকশন দিয়েছে? তারা আরও জানান, শহরের অনেক জায়গায় অবৈধ দখল রয়েছে।পুরনিগমের উচিত সেইসব জায়গাতেও অভিযান চালানো।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *