অবৈধভাবে নদী থেকে বালি তোলার অভিযোগে গ্রেফতার ৭

শিলিগুড়ি, ২৬ নভেম্বরঃ অবৈধভাবে নদী থেকে বালি তোলার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করল প্রধাননগর থানার পুলিশ।ঘটনায় ৪টি ট্রাক্টরও আটক করেছে পুলিশ।ধৃতদের নাম বিশাল লোহার, সঞ্জীবন ওঁরাও, প্রকাশ শোরেন, সমীর মুন্ডা, পুবীত পুরী, অমিত খাড়িয়া এবং সুশীল সাইবো।


উল্লেখ্য, উত্তরবঙ্গ সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উত্তরকন্যায় বৈঠক করে পুলিশ কমিশনার গৌরব শর্মাকে বালি মাফিয়াদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেন।এই নির্দেশের পরই মেট্রোপলিটন পুলিশ মাফিয়াদের ধরতে তৎপর হয়।

আজ প্রধাননগর থানার আইসি এবং এসিপি মনীষ যাদবের নেতৃত্বে গুলমা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালি, পাথর ও বোল্ডার বোঝাই ৪টি ট্রাক্টরকে আটক করে।বালি, পাথরের কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি তারা।এরপরই সরকারি সম্পতি চুরির অভিযোগে ৭ জনকে গ্রেফতার করে পুলিশ।পাশাপাশি ট্রাক্টরগুলিকেও আটক করা হয়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।  


 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *