রাজগঞ্জ, ২৫ নভেম্বরঃ রাজগঞ্জে মর্মান্তিক পথ দুর্ঘটনায় আহত ২।ঘটনাটি ঘটেছে বুধবার সকালে শিলিগুড়ি-জলপাইগুড়ি ৩১ নম্বর জাতীয় সড়কের বন্ধুনগর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ির দিক থেকে আসা একটি বেসরকারি বাসের সঙ্গে জলপাইগুড়ি অভিমুখী একটি ছোট মালবোঝাই চার চাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষের ফলে মালবাহী গাড়িটি রাস্তার উপর উল্টে যায়।ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমবাড়ি ফাঁড়ির পুলিশ ও রাজগঞ্জ থানার পুলিশ।স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।শেষ খবর পাওয়া অবধি আহতদের কোন পরিচয় পাওয়া যায়নি।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।