নকশালবাড়িতে পথ দুর্ঘটনায় আহত ৫

নকশালবাড়ি, ১৮ জুলাই: নকশালবাড়ি থানার অন্তর্গত রথ খোলা এলাকায় বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে আহত ৫ জন। 


জানা গিয়েছে, গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ হয়।এরফলে গুরুতর আহত হন ৫ জন। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।

এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গাড়ি দুটিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Casibom GirişJojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslar