পর্যটন ব্যবসা তলানীতে, অবিলম্বে ট্রেন চালু করার দাবিতে স্মারকলিপি প্রদান করলেন পর্যটন ব্যবসায়ীরা   

শিলিগুড়ি, ১৪ সেপ্টেম্বরঃ পুজোর আগে অন্তত দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস এবং উত্তরবঙ্গ এক্সপ্রেস  চালু করার দাবি জানালো ট্যুর অপারেটররা।ফের সোমবার এনজেপির এডিআরএমের সঙ্গে দেখা করে ট্রেন চালু করার দাবীতে স্মারকলিপি প্রদান করেন ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল এন্ড ট্যুরস অপারেটরস অ্যাসোসিয়েশনের সদস্যরা।  


অ্যাসোসিয়েশনের সদস্যরা জানান, ধীরে ধীরে পর্যটন কেন্দ্রগুলি খুলতে শুরু করলেও পর্যটক আসতে পারছে না শুধুমাত্র ট্রেন বন্ধ থাকার কারণে।মাত্র কয়েকটি স্পেশাল ট্রেন চলাচল করলেও তা পর্যাপ্ত নয়। সেই সঙ্গে আরও অন্তত তিনটি ট্রেন জরুরি ভিত্তিতে চালানোর দাবি তুলেছেন তারা।


ইস্টার্ন হিমালয়ান ট্যুর এন্ড ট্রাভেল অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি দেবাশিস মৈত্র বলেন, পাহাড়ের বেশিরভাগ মানুষ পর্যটনের সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে জড়িত। এই পরিস্থিতিতে কারও বেতন বন্ধ, কেউ আবার আংশিক বেতন পাচ্ছেন।এভাবে সংসার চালানো মুশকিল হয়ে পড়েছে। তাই পর্যটন কেন্দ্র শুধু খুললে হবে না। সেই সঙ্গে ট্রেন খোলা সবচেয়ে বেশি জরুরি।

এই দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল ডেভলপমেন্ট নেটওয়ার্কের সদস্যরাও।সব মিলিয়ে পথে নেমে জোরদার আন্দোলনের হুমকি দিয়েছেন ট্যুর অপারেটররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *