শিলিগুড়ি, ২৯ মেঃ দূষিত হয়েছে পানীয় জল।যেকারনে আজ থেকে আগামী ২ জুন বিকেল অবধি পুর এলাকায় সরবরাহ করা পানীয় জল পান করা নিষেধ।ঘোষণা করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
জানা গিয়েছে, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ডের(BOD) তারতম্যের কারণে পানীয় জল দূষিত হয়েছে।যে কারণে প্রতিদিনের মতো জল সরবরাহ করা হলেও সেই জল যাতে শহরবাসী কোনভাবেই পান না করেন তা বলা হয়েছে।সরবরাহ করা পানীয় জল পান করা ছাড়া অন্যান্য কাজ করা যেতে পারে বলে জানা গিয়েছে।
এদিন শিলিগুড়ি পুরনিগমে এই বিষয়ে সাংবাদিক বৈঠক করে মেয়র গৌতম দেব।তিনি বলেন, পানীয় জল কিছুটা দূষিত হয়েছে।জলের নমুনা পরীক্ষার জন্য কলকাতায় পাঠানো হচ্ছে।রিপোর্ট আসতে পাঁচদিন সময় লাগবে।তারপরেই ওই জল ব্যবহার করা যাবে।ততদিন যাতে শহরবাসীকে কোনভাবেই ওই জল পান না করেন সেই আবেদন করেন তিনি।পানীয় জলের জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছে পুরনিগমের তরফে।১ লক্ষ পানীয় জলের পাউচ সরবরাহ করা হবে।পাঁচটি বরোতে ১৫ থেকে ২০ হাজার করে জলের পাউচ দেওয়া হবে। পাশাপাশি পুরনিগমের তরফে প্রতি ওয়ার্ডে পানীয় জলের ট্যাঙ্কার পাঠানো হবে বলে জানান তিনি।
অন্যদিকে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, গত ১৫ থেকে ১৬ দিন ধরে তাহলে শিলিগুড়ি শহরের মানুষ দূষিত জল অর্থাৎ বিষযুক্ত জল খেলেন।মেয়র গৌতম দেব পুরনিগম চালাতে ব্যর্থ।এর জবাব দিতে হবে মেয়র এবং মেয়র পারিষদকে যারা জলের দায়িত্বে রয়েছেন।