১জুন থেকে কাওয়াখালির আগরওয়ালা ভবনে চালু হবে সেফ হোম, আজ হল উদ্বোধন 

শিলিগুড়ি, ৩০ মেঃ কাওয়াখালির অমিত আগরওয়ালা ভবন এখন সেফ হোম।রবিবার এই সেফ হোমের উদ্বোধন করলেন পুরনিগমের প্রশাসক গৌতম দেব।


লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি ডিস্ট্রিক্ট ৩২২এফ, অমিত আগরওয়ালা ফাউন্ডেশন, কোভিড কেয়ার নেটওয়ার্ক, সূর্যনগর সমাজ কল্যান সংস্থার যৌথ উদ্যোগে অমিত আগরওয়ালা ভবনকে সেফ হোমে পরিণত করা হয়েছে।

জানা গিয়েছে, ১লা জুন থেকে ৩০টি বেডের এই সেফ হোম চালু হচ্ছে।অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন কনসেনট্রেটরের ব্যবস্থা রয়েছে এখানে।ওষুধ, খাবার সহ রোগীর প্রয়োজনে অ্যাম্বুলেন্স পরিষেবাও দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে।


আজ এই সেফ হোমের উদ্বোধনে উপস্থিত ছিলেন দার্জিলিঙের জেলাশাসক এস পন্নমবলম, পুরনিগমের প্রশাসক গৌতম দেব, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত, ডঃ অনির্বাণ রায়, ডঃ কল্যান খান সহ আরও অনেকে।

ডঃ সন্দীপ সেনগুপ্ত বলেন, করোনা আক্রান্তদের অনেক সময়ই শ্বাসকষ্টের সমস্যা হয় এক্ষেত্রে অক্সিজেনের ব্যবস্থা থাকায় সুবিধা হবে।

গৌতম দেব বলেন, বর্তমানে ৩০টি বেডের ব্যবস্থা রয়েছে, প্রয়োজনে বেড সংখ্যা বাড়ানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *