ফাঁসিদেওয়া, ২৭ নভেম্বরঃ খড়ের গাদায় আগুন।আগুনে পুড়ে মৃত্যু হল ৪ বছরের এক শিশুর। ফাঁসিদেওয়ার বিধাননগরের আমতলা এলাকায় এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল।
জানা গিয়েছে, বুধবার স্কুল থেকে বাড়ি ফিরে আসার পর মামাতো ভাইয়ের সঙ্গে খেলার জন্য ধানের জমিতে যায় ৪ বছরের শিশু গডউইন নাগ।খড়ের গাদায় ঘর বানিয়ে খেলছিল তারা।হঠাৎই আগুন লাগলে ভেতরে আটকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয় গডউইনের।কোনোক্রমে বাঁচে মামাতো ভাই।স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজ শুরু করলেও গডউইনকে বাঁচানো যায়নি।
দার্জিলিং জেলা পুলিশের এসডিপিও নকশালবাড়ি নেহা জৈন ও ফাঁসিদেওয়ার বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।খবর পেয়ে এলাকায় স্থানীয় পঞ্চায়েত সদস্য দীপা ঘোষ খান।গোটা ঘটনার তদন্তে পুলিশ।