রাজগঞ্জ, ১৩ জানুয়ারিঃ আগুনে পুড়ে ভস্মীভূত বাড়ি। পুড়ে গিয়েছে ঘরে থাকা একাধিক সামগ্রী সহ একটি বাইক। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শনে গেলেন বিধায়ক খগেশ্বর রায়।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা গ্রামের অমূল্য দাসের বাড়িতে আগুন লাগে।খবর পেয়ে ফুলবাড়ি থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও অগ্নিকাণ্ডের ফলে ঘরে থাকা যাবতীয় জিনিস পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে আজ ঘটনাস্থল পরিদর্শনে যান বিধায়ক খগেশ্বর রায়।তিনি বলেন, গতকাল সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ফলে পাথরঘাটা গ্রামের অমূল্য দাসের বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। আজ ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বললাম। আর্থিক সাহায্যের পাশাপাশি ত্রিপল ও কম্বল দিয়ে গেলাম। পরিবারটি যাতে পুনর্বাসনন পায় সে ব্যাপারে সাহায্য করা হবে।