শিলিগুড়ি, ৩ মার্চঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় শিলিগুড়িতে এআইডিএসও কর্মীদের প্রতিবাদ মিছিল আটকে দিল পুলিশ।
ওয়েবকুপার সম্মেলনে গিয়ে তুমুল বামপন্থী ছাত্র আন্দোলনের মুখে পড়েন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার কনভয়ের উপর হামলার অভিযোগ ওঠে।এই ঘটনায় এক বাম ছাত্র আহত হয়।ঘটনার পর কলেজ ও বিশ্ববিদ্যালয় বনধের ডাক দেয় বাম সংগঠন।
এদিন শিলিগুড়িতে এআইডিএসও এর তরফে একটি প্রতিবাদ মিছিলও বের করা হয়।যদিও সেই মিছিল কোর্টমোড়ের কাছে আটকে দেয় পুলিশ।পুলিশের সঙ্গে শুরু হয় বচসা।পরে মিছিল বন্ধ করে দেয় এআইডিএসও কর্মীরা।