‘আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় করা হচ্ছে হাতি চলাচলের সাতটি করিডর’- জানালেন বনমন্ত্রী  

আলিপুরদুয়ার, ৪ এপ্রিলঃ আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় সাতটি হাতি চলাচলের করিডর।মঙ্গলবার মাদারিহাটের জলদাপাড়া এনআইসিতে এসে একথা জানালেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।


এদিন জলদাপাড়া এনআইসিতে বনদপ্তরের আধিকারিক, জেলাপরিষদের সভাধিপতি ও কর্মাধক্ষদের নিয়ে বৈঠক করেন বনমন্ত্রী।

বৈঠক শেষে বনমন্ত্রী জানান, বেশকিছু নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে।আলিপুরদুয়ারে চারটি ও জলপাইগুড়ি জেলায় তিনটি মিলিয়ে মোট সাতটি এলিফ্যান্ট করিডর করা হচ্ছে।এছাড়া পর্যটনের বিকাশে বেশকিছু নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে।যে সমস্ত পর্যটক জঙ্গল সাফারি করবেন তাদের বীমার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হচ্ছে।পাশাপাশি বনকর্মীদের জন্য নতুন অস্ত্র কেনা হচ্ছে।


 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *