আলিপুরদুয়ার,৭ জুনঃ আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভায় এসে অসুস্থ হয়ে পড়ল এক ছাত্রী।তড়িঘড়ি সেই ছাত্রীর চিকিৎসার ব্যবস্থা করলেন খোদ মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।বীরপাড়া থেকে মা আরপিনা বেগমের সঙ্গে এই সভায় এসেছিল মুসকান পারভিন নামে ওই ছাত্রী।সেখানেই আচমকা অসুস্থ হয়ে পড়ে ছাত্রী।বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে পড়লে তৎক্ষণাৎ ছাত্রীর চিকিৎসার ব্যবস্থা করেন তিনি।মঞ্চে উপস্থিত জলপাইগুড়ির বিধায়ক তথা চিকিৎসক ডাঃ পি কে বর্মা ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করেন।
অন্যদিকে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে খুশি ছাত্রীর মা আরপিনা বিবি।তিনি বলেন,মুখ্যমন্ত্রী যেভাবে এগিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করলেন তাতে আমি খুব খুশি।